সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা শহরের কোর্ট চত্বরে একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
তার নাম মোস্তফা মিয়া (৫৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার রূপারবাজার গ্রামের গাউসুল মিয়ার ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মোস্তফা মিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ নিচে পড়ে যান। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান ইস্টার্ন লাইফ কোম্পানির অধীনে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আল আমীন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply