সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়মের ছমেদনগর গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করা হয়েছে।
শনিবার সকালে মুক্তিযোদ্ধা সন্তান ও সংস্কৃতি বাউল শিল্পীদের উদ্যোগে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন মোবারক হোসেন। তিনি অভিযোগ করেন, ১৬ ফেব্রুয়ারি বাউল শিশুশিল্পী আলফা আক্তার জুঁই, বাউলশিল্পী মহিবুর রহমান তালুকদার ও মুক্তিযোদ্ধা সন্তান কে বি মুর্শেদ জাহাঙ্গীরের নেতৃত্বে ঐ সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এ হামলা চালানো হয়।
Leave a Reply