নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক, আর টিভির স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির জ্যেষ্ঠ সদস্য আবেদ মাহমুদ চৌধুরীকে শহরের আরপিননগর করবস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে বাদ আছর আরপিননগর ঈদগা মাঠে আবেদ মাহমুদ চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
আবেদ মাহমুদ চৌধুরী বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় নিজের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
Leave a Reply