সুনামগঞ্জ প্রতিনিধি : একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে প্রকাশ্যে ও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া ও ‘মিথ্যা’ মামলায় জড়ানোর প্রতিবাদে এবং হুমকিদাতা মাহবুবুল হককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকালে সুনামগঞ্জের সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
দৈনিক বিজয়ের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল শহীদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মাসুক মিয়া, দৈনিক সুনামগঞ্জের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, দৈনিক নবরাজের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জেলা ইয়ং জার্নালিস্টের সভাপতি আশিকুর রহমান পীর, দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার শহীদ নূর ও জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী।
Leave a Reply