সুনামগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জেও বাংলদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ৫ দফা দাবি আদায়ে মৌন মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি কুতুব আলীর নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে মৌন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার শীর্ষ নেতা কামরুজ্জামান, শুক্কুর আলী, আব্দুল মালেক, ইয়াকুব মিয়া ও সাইজুদ্দিন।
সংগঠনের সভাপতি কুতুব আলী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
Leave a Reply