সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে স্বচ্ছতার জন্য নাগরিক-স্বজন, সচেতন নাগরিক কমিটি-সনাক, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড গ্রুপ যৌথভাবে এর আয়োজন করে। কর্মসূচিতে কৃষক-শ্রমিক সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
সুশাসনের জন্য নাগরিকের আঞ্জলিক ব্যবস্থাপক মাহবুব হোসেনের পরিচালনায় ও সনাক সভাপতি ধূর্যটি কুমার বসুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিলা রায়, নির্মল ভট্টাচার্য্য, অ্যাডভোকেট খলিলুর রহমান ও নূরুর রব চৌধুরী।
বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি, সরাসরি হাওর এলাকার কৃষকদের নিকট হতে ধান ক্রয় এবং গুদামে ধান নিয়ে এসে কৃষকের হয়রানির শিকার না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
Leave a Reply