সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই/ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলেনায়তনের সামনে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে ও অতিরিক্ত পিপি আব্দুল মুন্নাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক বশির আহমদ সরকার।
বৃক্ষমেলায় মেলায় ২০টি স্টল বসেছে।
Leave a Reply