সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর গ্রামে সন্ত্রাসীদের হামলায় এক বীর মুক্তিযোদ্ধা সহ তার পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন।
ঐ পরিবারের বসতভিটা জোরপূর্বক দখল করে নেয়ার উদ্দেশ্যে ভূমিখেকো বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় এ হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা তেলু মিয়া, তার সহধর্মিনী দীপ্তি বেগম, ছেলে জয়ধর আলী, ছেলের বউ ৫ মাসের অন্তঃসত্ত্বা রোজিনা বেগম এবং দুই মেয়ে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আকলিমা বেগম ও মতিউর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রহিমা আক্তার।
আহতদেরকে প্রথমে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আনা হয়। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রংপুর গ্রামে পাশের বাড়ির রহিম উদ্দিন, তার ছেলে জাকির, তার চাচাতো ভাই ইদ্রিছ উল্ল্যাহর ছেলে সাদ্দাম মিয়া ও আফির উদ্দিনের ছেলে দীন ইসলাম সহ ১০ জনের একটি সন্ত্রাসী দল এই হামলা চালায়। আহতদের চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ নিয়ে আসেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply