সুনামগঞ্জে সদর মডেল থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মডেল থানার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ। বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, এসআই রিপন চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা সামছু মিয়া ও সাইদুল গাজী, সোনাপুর বাজার কমিটির সভাপতি ইসমাইল হোসেন ও এরন মিয়া। পরিচালনায় ছিলেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।
সভাপতির বক্তব্যে ওসি শহীদুল্লাহ বলেন, সুনামগঞ্জ শহরকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে কমিউনিটি পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
Leave a Reply