সুনামগঞ্জ প্রতিনিধি : ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৭শ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের মল্লিকপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান রুমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন ও নিগার সুলতানা কেয়া এবং রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই।
Leave a Reply