সুনামগঞ্জ প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যার আশংকা দেখা দিয়েছে।
গত কয়েকদিন ধরে সুরমা, যাদুকাটা, বৌলাই ও রক্তি নদীসহ জেলার সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো জহুরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে উজান থেকে নেমে আসা ঢলে জেলার সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি অব্যাহত থাকলে পুনরায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিননগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট ও পুরানপাড়া এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
Leave a Reply