সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের ওয়েজখালীতে পুলিশ লাইনস সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের হাজারো লোক অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো আব্দুস ছাত্তার, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমদ, দারুল উলুম মদনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, সুনামগঞ্জ খ্রিস্টান মিশনের প্রতিনিধি অনিসমাস চৌধুরী ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হারুনুর রশিদ চৌধুরী।
বক্তারা বলেন, মানবতার ধর্মে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান হতে পারেনা। আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলা বাংলাদেশ তথা বিশ্বে আদর্শ হতে পারে।
Leave a Reply