বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সভায় সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, গণমাধ্যমকর্মী, সেনা কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সকলেই শান্তির জেলা সুনামগঞ্জে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহনশীল আচরণ অক্ষুন্ন ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্প্রীতি সভায় জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী,মাওলানা আনোয়ার হোসেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও বিজয় তালুকদার বিজু বক্তব্য রাখেন।