বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার এম এন মুর্শেদ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাকিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার, ১৩ জুলাই (২৯ আষাঢ়) সকাল ১১টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাঈদের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার এম এন মুর্শেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী, কিশোর গ্যাং এবং ইভটিজিং, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, চোরাচালান ও নৌপথে চাঁদা আদায়ের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তার কার্যকালে সম্প্রীতি ও সংস্কৃতির জনপদ সুনামগঞ্জকে সবার জন্যে নিরাপদ বাসযোগ্য জেলার মর্যাদায় অধিষ্ঠিত করতে তিনি সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্যে রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও মো জাহিদ হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী এবং সাংবাদিক শেরগুল আহমদ, রওনক বখত, কুলেন্দু শেখর দাস, আল হেলাল, মাহবুবুর রহমান পীর, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, মাছুম হেলাল, হিমাদ্রি শেখর ভদ্র ও আবু হানিফ।
Leave a Reply