সুনামগঞ্জ প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। এতে সুনামগঞ্জের সকল হোটেল-রেস্তোরার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধের দাবি জানিয়ে বক্তারা বলেন, অকাল বন্যায় দুর্বল ফসলরক্ষা বাঁধ ভেঙে হাজারও কৃষকের স্বপ্ন মাটি হয়ে গেছে। সরকার নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রণোদনা বা সহযোগিতা দেয়নি।
জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্চন তালুকদার, হাওরের কৃষি ও কৃষকরক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য ও যুব ইউনিয়নের সভাপতি মো আবু তাহের মিয়া।
Leave a Reply