সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সুনামগঞ্জের ১১টি উপজেলার দুই শতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ররিবার বিকেলে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান ও সমাজকর্মী সুবিমল চক্রবর্তী চন্দন।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের জন্যে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা করছে।
Leave a Reply