সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের মল্লিকপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর ও জেলা যুবলীগের সদস্য সবজু কান্তি দাস।
সভাপতির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের আমলে গ্রেফতার হয়ে দীর্ঘ ১১ মাস পর এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি লাভ করেন।
Leave a Reply