সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কর অঞ্চল সিলেটের উদ্যোগে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
শনিবার দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনের আয়কর মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশানার পংকজ লাল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহামান, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া।
অতিথিরা নিয়মিত কর পরিশোধ করে বদেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে আহবান জানান।
Leave a Reply