সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সুনামগঞ্জের উদ্যোগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম।
প্রধান অতিথি, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরো বেশি করে মনোনিবেশ করার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহবান জানান।
Leave a Reply