সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ঘোলঘর পয়েন্টে সৃজন বিদ্যাপীঠের নার্সারি ওয়ানের শিক্ষার্থী মুহুূর্ত দাসের মৃত্যুর জন্যে দায়ী ইজিবাইক চালককে গ্রেফতার ও শহরে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসক সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সহ সভাপতি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন, মুহুূর্ত দাসের বাবা টিটু রঞ্জন দাস, মা মণি রানী তালুকদার, এটিএন বাংলা প্রতিনিধি পংঙ্কজ কান্তি দে, এস এ টিভি প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিনিধি এ আর জুয়েল ও দৈনিক নবরাজ প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল।
Leave a Reply