বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ শহরের হাছননগরে সরকারি শিশু পরিবারে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর শুক্রবার, ১০ নভেম্বর বিকেলে এই খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও সরকারি শিশু পরিবার ভবন প্রাঙ্গণে তার উদ্যোগে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হিমেল মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক অমিত হাসান ও অন্তর, পৌর ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ শিহাব, সাংগঠনিক সম্পাদক পলক গোপ, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোজাম্মেল হোসেন রিয়াদ ও যুগ্মসাধারণ সম্পাদক উবায়েদ হোসেন।
Leave a Reply