সুনামগঞ্জ প্রতিনিধি : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প নিয়ে পঞ্চম পর্যায়ে সুনামগঞ্জে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন, প্রধান অতিথি ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুজ্জামান।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল আহসান ও নজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ও জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
Leave a Reply