সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সাংস্কৃতিক ও শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ শাখার উদ্যোগে জেলা
শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক দল ও শিশু নাট্যকর্মীরা অংশগ্রহণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামানের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন, রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নারী সংগঠক শিলা রায়, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম।
ও সুনামগঞ্জে শাল্লা উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
Leave a Reply