সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন ও এতিম শিশুদের মাঝে ঈদের কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে স্বপ্নডানা ও ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় শহিদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নারী সংগঠক শিলা রায়ের সভাপতিত্বে ও স্বপ্নডানার চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, ওয়ার্ল্ডভিশনের এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস, প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, নিউজ টোয়েন্টিফোরের
প্রতিনিধি বুরহান উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মোতালিব চৌধুরী, যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের মিয়া ও স্বপ্নডানার পরিচালক পুলক রায়।
আলোচনা সভা শেষে পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply