সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে শিশুপুত্রকে হত্যার দায়ে মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলো, জগন্নাথপুর উপজেলার চিতুলিয়া গ্রামের আলকাছ আলীর ছেলে বারিক মিয়া (৩৭) ও তার প্রেমিকা সিতারা বেগম (৩৯)। এরমধ্যে বারিক মিয়া কারাগারে থাকলেও সিতারা বেগম পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে সিতারা বেগম তাদের বাড়ির কেয়ারটেকার বারিক মিয়ার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে সিতারা বেগমের ১১ বছরের ছেলে সুয়াইবুর রহমান প্রবাসী পিতাকে বিষয়টি জানানোর চেষ্টা করলে ২০১২ সালের ১৪ অক্টোবর সন্ধ্যার পর বারিক মিয়া ও সিতারা বেগম সুয়াইবুর রহমানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর চিতুলিয়া হাফিজিয়া মাদরাসার টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখে।
এ ঘটনায় সুয়াইবুর রহমানের চাচাতো ভাই হান্নান মিয়া বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম। আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট বোরহান উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুল ওদুদ।
Leave a Reply