সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প-ইউজিডিপির আওতায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, সহ সভাপতি ও প্রধান শিক্ষকদের দায়িত্ব কর্তব্য ভূমিকা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও শিক্ষা কর্মকর্তা এ কে এনামুর রহিম বাবর।
প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জ সদর উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, সহ সভাপতি ও প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন।
Leave a Reply