বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী শিক্ষার্থী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা ও পুলিশের নির্যাতন বন্ধের দাবিতে সুনামগঞ্জে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতা প্রতিহত করতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা
শহরের ট্রাফিক পয়েন্টে জড়ো হন।
কোটাবিরোধী শিক্ষার্থীরা শনিবার, ৩ আগস্ট (১৯ শ্রাবণ) দুপুরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
দুটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।
কোটা বিরোধী শিক্ষার্থীরা সকল দাবি পূরণের আহ্বান জানান।
Leave a Reply