সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ১৫০ জন শিক্ষার্থীকে বই, খাতা ও কলম কিনতে নগদ একহাজার টাকা করে সহায়তা দিয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এই আর্থিক অনুদান বিতরণ করেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার ও ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম সভাপতি ইকবাল মাহমুদ বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুর হক মোল্লা, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম সদস্য মো রুহুল মোমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রস্থাগারিক ডা মো আবুল বাশার, অভিভাবক সুমিত্রা রায়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতশ্রী রায় ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার জেলাবাসীর পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম সদস্যদের এই সহায়তার জন্যে ধন্যবাদ জানান ।
Leave a Reply