সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামে মাদরাসা শিক্ষক হাফিজ আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে জাউয়াবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
তকদ্দুস আলী পীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মামলার বাদি আব্দুল কাহার, দেওয়ান আবুল কালাম, আসাদ মিয়া, মাওলানা আব্দুল বাছিত, মানবাধিকার কর্মী রাজু আহমদ পীর, শিক্ষক আবুল কালাম, ব্যবসায়ী আব্দুল মোত্তাকিন ও দিরাই উপজেলা যুবলীগ নেতা সুলতান মাহমুদ টিপু।
বক্তারা বলেন, হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে হাফিজ আবু সাঈদ সিলেটের ওসমানীনগর জামেয়া হুসানিয়া হাফিজিয়া গাভুরঠেকি মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন; কিন্ত ১৮ মে জাউয়া বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে আসে একই এলাকার জাউয়া কোণাপাড়া গ্রামের গেদা উল্ল্যাহ, আবুল কালাম, মারুফ ও মাছুম সহ কয়েকজন। এতে আবু সাঈদ বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার দেড় সপ্তাহেও প্রকৃত খুনিরা ধরা পড়েনি।
Leave a Reply