সুনামগঞ্জ প্রতিনিধি : জেএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেয়ায় এক বখাটে পরীক্ষার্থী ক্রিকেট ব্যাট দিয়ে শিক্ষককে আহত করার প্রতিবাদে এবং এই পরীক্ষার্থীর দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, সহকারী শিক্ষক জ্যোৎসেন্দু কুমার সরকার, হোসনে আরা বেগম, নন্দন কুমার রায়, সন্তোষ কুমার দাস, সৌমেন শেখর রায় ও দেবশ্রী তালুকদার প্রেমা।
এই বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষক সীতেশ চন্দ্র সরকার মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের হেলিপ্যাড দিয়ে বাসায় ফেরার পথে নকল করতে ব্যর্থ নয়াহালট গ্রামের বাসিন্দা বিএনপি নেতা শাহজাহান শাহর ছেলে জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রিয়াজ মাহমুদ শাহ সহ কয়েকজনের হামলায় আহত হন।
Leave a Reply