সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জয়নগর বাজারে শীতে কাবু ২৫টি গ্রামের ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জয়নগর হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে শওকত আকবর ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শওকত আকবর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুছ সোবহানের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা তৈয়বুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, আলহাজ্ব আনোয়ারা সুবাহান বৃত্তির সদস্য সচিব আশিক নূর ও অবসর প্রাপ্ত সার্জেন্ট এনামুল হক।
Leave a Reply