সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বিটগঞ্জ বাজারে যাত্রীবাহী লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিটগঞ্জ বাজার থেকে দুই মোটরসাইকেল আরোহী সুনামগঞ্জ শহরে আসছিলেন। পথে সুনামগঞ্জ থেকে বিটগঞ্জগামী যাত্রীবাহী লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রেজাউল করিম আজাদ (৩৪) ঘটনাস্থলেই মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরফিন নগর এলাকার মৃত করিম বকসের ছেলে। এছাড়া মোটরসাইকেলের অপর আরোহী রিপন বাল্মিকী (৪০) আহত হন। তিনি শহরের উত্তম লাল কলোনির মৃত নারায়ন বাল্মিকীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতকে উদ্ধার করে। লেগুনার চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।
Leave a Reply