সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে লকডাউনের দ্বিতীয়দিনে জেলা প্রশাসনের উদ্যোগে ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের সার্বিক সহযোগিতায় জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, শাহারিয়ার আক্তার, দিপঙ্কর বর্মণ ও মোহন সিংয়ের নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্টে, শহিদমিনার প্রাঙ্গণ ও পৌর চত্বরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ জনকে জরিমানা করা হয় মাস্ক না পরার কারণে। অন্যদিকে যারা অসহায় তাদেরকে মাস্ক দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, র্যাবের ডিএডি আইয়ূব, এসজিআর মো সেলিম, পিও মুজিবুর রহমান, এন কে আলীম ও সিওএন তাহের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সাংবাদিকদের জানান, যারা সরকারের নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply