সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের অলিগলিতে নজরদারি জোরদার করেছে।
বুধবার ভোর থেকেই আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। তাই রাস্তায় যানবাহন নামতে পারেনি। বিক্ষিপ্তভাবে কিছু রিক্সা ও ভ্যানগাড়ি নামলেও পুলিশ সদস্যরা তাদের আটকে দেন। মাস্ক ছাড়া কাউকে রাস্তায় হাঁটতে দেওয়া হচ্ছেনা।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো শহিদুর রহমান জানান, এবার কঠোরভাবে লকডাউন কার্যকর হচ্ছে।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন।
Leave a Reply