সুনামগঞ্জ প্রতিনিধি : ৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
দিনটি উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে রবিবার দুপুরে ইউনিট কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন, হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন।
এ বছর ‘মানবিক হও’ স্লোগান নিয়ে রেডক্রিসেন্ট দিবস উদযাপিত হলো।
Leave a Reply