সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার শ্রমিকের মধ্যে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে শ্রমিকদের হাতে ঈদ বোনাস তুলে দেন জেলা অটোটেম্পু অটোরিক্সা ইউনিয়নের সভাপতি মছন মিয়া।
প্রত্যেকে একহাজার টাকা করে মোট তিন লাখ টাকা ঈদ বোনাস হিসেবে বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি সুন্দর আলী, ভারপ্রাপ্ত সহ সাধারণ সম্পাদক আল আমীন, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, সদস্য ফজর আলী ও হারুণ মিয়া।
Leave a Reply