সুনামগঞ্জ প্রতিনিধি : অকাল বন্যায় ক্ষতিগ্রস্তু সুনামগঞ্জের অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটি ও বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্যোগে এবং বিবেকানন্দ স্টাডি সেন্টার আমেরিকার অর্থায়নে এই সহায়তা দেয়া হয়।
এ উপলক্ষে শহরের ষোলঘরে রামকৃষ্ণ আশ্রমের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, ঢাকা রামকৃষ্ণ মঠের শ্রীমৎ স্বামী ভাবনী সানন্দ মহারাজ ও রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস। সভাপতিত্ব করেন অধ্যক্ষ পরিমল কান্তি দে।
পরিচালনায় ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিমান কান্তি রায়।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়। এইবন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে।
Leave a Reply