সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মেহেদী হাসান রাব্বি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে পিটিআই স্কুলের সামনে এলাকাবাসী এই মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন, নিহত মেহেদী হাসান রাব্বির মা রূপিয়া বেগম, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদ সদস্য মফিজ আলী, এলাকার সমাজকর্মী নূরুল আলম, সাহেব আলী, সাইফুর রহমান, বারাম আলী ও জমির আলী।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় মেহেদী হাসান রাব্বীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
Leave a Reply