সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অপার কৃপা ও আর্শীবাদ প্রত্যাশায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শহরের ঘোলঘর এলাকায় শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তণ সংঘের উদ্যোগে নন্দদুলাল বাসভবনে, দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে এবং পূর্ব ও পশ্চিম নতুনপাড়ায় বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা উপবাসে থেকে রাধাকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের ও দেশ-জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
নর-নারীরা একে অপরের মঙ্গল কামনায় মেতে উঠেন আবির খেলায়ও। পরে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও পায়েশের ভোজ সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘোলঘর শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তণ সংঘের সভাপতি স্বপন কুমার দাস. সহসভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক মনমোহন চন্দ মোহন, সহসাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস ও কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র দাস।
Leave a Reply