সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ২০১৮ সাল থেকে যোগদান নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
রবিবার দুপুরে তারা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে একটি সভা অনুষ্ঠিত হয়। অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও অসিম তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শের আলী, শ্রাবণ সরকার, শামিমা খানম, অলিউর রহমান, টিটু আদিত্য, আব্দুস সালাম ও আমির হোসেন।
Leave a Reply