সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জে জাতীয় যুব শ্রমিক লীগের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে পৌর বিপণি মার্কেটের সামনে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, জেলা যুব শ্রমিক লীগের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, সদর থানার ওসি শহিদুল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, যুব শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ, সদর উপজেলা সভাপতি তৈয়বুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন।
Leave a Reply