সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিনলায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মো হারুন অর রশীদের সভাপতিত্বে ও প্রাঙ্গণ শিক্ষার্থী ফেরদৌস তামান্নার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লা খান, সিভিল সার্জন ডা আশুতোষ দাশ, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ শামছুল ইসলাম ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা শওকত ইসলাম শামিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, আজকের যুবসমাজই আগমীদিনে বাংলাদেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।
Leave a Reply