সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগ নেতা শংকর দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলম ও জেলা শ্রমিক লীগের সহ সভাপতি যথীন্দ্র তালুকদার।
Leave a Reply