সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও মার্কেটের বারান্দায় রাত্রিযাপনকারী মানসিক ভারসাম্যহীন লোক এবং রিক্সাচালক ও ভ্যান চালকসহ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার গভীররাতে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, হাজীপাড়া ও পুরাতন কোর্ট প্রাঙ্গণ এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে, অন্যতম নেতা অরিন্দম মিত্র ও রাজন মিয়া।
জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, কোন মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্যেই যুবলীগ শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
Leave a Reply