সুনামগঞ্জ প্রতিনিধি : ভয়াবহ লোডশেডিং, জ্বালানি খাতে ব্যাপক অব্যবস্থাপনা এবং দুর্নীতি ও ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুরে জেলা যুবদলেরে একটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশ বাঁধা দেয়।
পরে যুবদলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। সংগঠনের জেলা সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস।
বক্তারা ভোলায় পুলিশের গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহীম হত্যার তীব্র নিন্দা জানান।
Leave a Reply