সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার সকাল ৯টায় পৌরসভার ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এরপর পুলিশ সুপার মো মিজানুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য নূরুল ইসলাম বজলু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো আব্দুল করিম ও জেলা যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস। দোয়া পরিচালনা করেন, মাওলানা আতাউর রহমান লস্কর।
Leave a Reply