সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুন অর রশিদ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, জাসদ ও উদীচী সহ বিভিন্ন সংগঠন কালেক্টরেটের সামনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, নূরুল ইসলাম বজলু প্রমুখ।
এর আগে রাতে শহরের ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে ও কালেক্টরেট প্রাঙ্গণের শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় শহরের জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Leave a Reply