সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম হালিমা খাতুন। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী।
শুক্রবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হালিমা খাতুন জাহাঙ্গীরনগর গ্রামের পাশের পাকা রাস্তা পার হবার সময় মঙ্গলকাটা বাজার থেকে আসা একটি মোটরসাইকেল হালুয়ারঘাট বাজারের কাছে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply