বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মঈনপুরে মুদি দোকানি আমির উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
শনিবার, ৬ এপ্রিল (২৩ চৈত্র) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস।
তিনি আরও জানান, সেদিন ডাকাতির কোনো ঘটনাও ঘটেনি।
সংবাদ সম্মেলনে রাজন কুমার দাস জানান, গত ৩১ মার্চ রাতে নিজ বাড়িতে অবস্থিত নিজের মুদি দোকানে খুন হন দোকানি আমির উদ্দিন। থানা পুলিশ হত্যাকাণ্ডের পর একই গ্রামের মজনু মিয়াকে (২৬) গ্রেফতার করে। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু রমজানকে (১৩) পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা বলে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তদন্তে ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আমির উদ্দিন তার মুদি দোকানে ডিজেলও বিক্রি করতেন। এই ডিজেল কেনাবেচা নিয়ে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে আসামিগণ তার দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি জাহিদুল ইসলামকে মঈনপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনসহ মোট ৬ আসামির তথ্য পাওয়া গেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো খালেদ চৌধুরী ও এসআই আনিসুর রহমান।
Leave a Reply