সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম। সংগঠনের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও দুর্জয় দত্ত পুরকায়স্থের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, প্রথম আলো প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান ও মাছরাঙা টেলিভিশন প্রতিনিধি এমরানুল হক চৌধুরী।
Leave a Reply